ঢাকা প্রেস নিউজ
মোট ৪৭ জন হজযাত্রীর মৃত্যু, ফিরতি ফ্লাইট চলবে ২২ জুলাই পর্যন্ত
পবিত্র হজ পালন শেষে ১৪ হাজার ৮১৬ জন হজযাত্রী দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রী নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। সোমবার (২৪ জুন) রাত আড়াইটা পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইটে এই হজযাত্রীরা দেশে ফিরেছেন।
দুঃখজনক খবর হল, হজ পালনে গিয়ে এ পর্যন্ত মোট ৪৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। মক্কায় ৩৬ জন, মদিনায় ৪ জন, জেদ্দায় ১ জন এবং মিনায় ৬ জন হজযাত্রী মারা গেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, হজের ফিরতি ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।
এখন পর্যন্ত যে ৩৮টি ফিরতি ফ্লাইটে হজযাত্রীরা দেশে ফিরেছেন তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইট ছিল।