আওয়ামী লীগের নারায়ণগঞ্জ ৪ আসন এর সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর সোহেল আটক 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ মে ২০২৫ ০৪:২৫ অপরাহ্ণ   |   ১৯৩ বার পঠিত
আওয়ামী লীগের নারায়ণগঞ্জ ৪ আসন এর সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর সোহেল আটক 

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-



নারায়ণগঞ্জ সদর উপজেলা সৈয়দপুর গোগনগর এলাকার কৃষক মোঃ ইসমাইল এর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চালায় আওয়ামী লীগের দোসর,চাঁদাবাজ সোহেল। জানা যায় সোহেল আওয়ামী লীগের  নারায়ণগঞ্জ ৪ আসন এর সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর।সোহেলের নামে রয়েছে হত্যা মামলা সহ চুরি,ছিনতাই,ডাকাতির  মামলা।


অস্ত্র এবং মাদক সহ  সোহেলকে  রেব এবং ডিবি আটক করে। সোহেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মি ছিলেন। শামীম উসমানে বলয়ে নিজ এলাকায় সকল অপকর্মে লিপ্ত ছিলো বলে জানায় স্থানীয় এলাকাবাসী।  


একটি ঘনিষ্ঠ সূত্র সাংবাদিকদের জানান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শামীম ওসমানের পক্ষে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় সোহেলকে।আসামি সোহেল জানান  গত কাল ২৫ মে রাতে মুন্সিগঞ্জ পুলিশ আমাকে গ্রেপ্তার করে সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়,আমাকে কি মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না, তবে আসামি সোহেল কে ফতুল্লা থানাধিনএলাকায় গ্রেপ্তার দেখানো হয়। এ ব্যপারে জানতে, মুঠোফোনে ওসি ফতুল্লা কে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি। সোহেল কে গ্রেপ্তার করে ২৬ মে  নারায়ণগঞ্জ  আদালতে প্রেরন করেন পুলিশ।


তবে কৃষক ইসমাইল হোসেন জানায়, আমি ২০২৪ জুলাই মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইটি মামলা দায়ের করেছি। একটি মামলায় সোহেল কে  এককভাবে আসামি করা হয়েছে। মামলা নাম্বার ১২৮/২৪ বর্তমানে এ মামলা পি,বি আইন এর কাছে তদন্ত চলমান রয়েছে। অপর সি আর মামলায় চারজন কে আসামি করা হয়েছে। মামলা নাম্বার ১২৭/২৪  স্বারক নাম্বার ৩৮৩৯ ডিসি সদর নারায়ণগঞ্জ।