ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় জোড়া খুনের ঘটনায় রায়পুরা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুন-অর-রশিদ (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার কারণে গত ৭ ডিসেম্বর চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) এবং তার ভাগনি কল্পনা বেগমকে (২৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতদের পরিবার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বাছেদ মিয়া এবং হারুন-অর-রশিদসহ ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।
ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশনায় থানার উপপরিদর্শক শফিউল্লাহ সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার আশারামপুর এলাকা থেকে হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করে। শফিউল্লাহ সিকদার জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর ভোরে নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মানিক মিয়া ও কল্পনা বেগম নিহত হন। দীর্ঘদিন ধরে চলমান বিরোধের ধারাবাহিকতায় হারুন-অর-রশিদের সমর্থকরা মানিক মিয়াকে গুলি ও কুপিয়ে হত্যা করে এবং কল্পনা বেগমও সেই হামলায় প্রাণ হারান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।