ঢাকা প্রেসঃ
চলতি বছরের শেষদিকে বা আগামী বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
নির্মাণ অগ্রগতি: ৯৭% সম্পন্ন
উদ্বোধন: চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে
আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ, বিশ্বের অনেক উন্নত বিমানবন্দরের চেয়েও উন্নত, জাপানি কোম্পানি দ্বারা পরিচালিত গ্রাউন্ড হ্যান্ডেলিং
অন্যান্য উন্নয়ন: দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা চলছে (কিছু প্রতিবন্ধকতা রয়েছে)
বিমানমন্ত্রী মোঃ নুরুল ইসলাম বলেছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিবহন ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে।
নতুন টার্মিনালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের আরও ভালো সেবা প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে।