আজিজুর রহমান, নোয়াখালী:
হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালীর উদ্যোগে নবীন বরণ ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন–২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত রবিনের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম তুলে ধরে জানানো হয়, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই যুগ ধরে হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে। নোয়াখালীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাতিয়া থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি ও শিক্ষা–সংক্রান্ত সহায়তা প্রদানের পাশাপাশি সংগঠনটি নানা সামাজিক উদ্যোগ পরিচালনা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সর্বজন শ্রদ্ধেয় সাবেক অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা ডিগ্রি কলেজ, হাতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান জামশেদ আহমেদ, চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যাপক সাফিয়া সুলতানা, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মিজানুল হক মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া সমিতি নোয়াখালীর সভাপতি আহসানুল হক সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাদাত হোসেন, সিনিয়র আইনজীবী আবু সাঈদ মোহাম্মদ নোমান, উপদেষ্টা ও নেতৃবৃন্দসহ ছাত্র ও যুবকল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদের চৌমুহনী (এস.এ.) কলেজ শাখার সাধারণ সম্পাদক তাফসিরুল ইসলাম মারুফ। আমন্ত্রিত বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের দিকনির্দেশনা দেন এবং সুন্দর আয়োজনের জন্য আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান।
এ সময় হাতিয়া যুবকল্যাণ পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসাইন সুবর্ণচর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৫ সালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিনিয়র আইনজীবী আবু সাঈদ মোহাম্মদ নোমানকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালীর আহ্বায়ক মো. ওয়াশিম আকরাম।