ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজহারুল ইসলামের বাড়ি পৌর এলাকার ঘাটান্দিতে।
ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানিয়েছেন, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "আজ সকাল সাড়ে ১১টার দিকে আজহারুল ইসলামকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। এরপর তাকে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়।"
টাঙ্গাইল সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, সিটি মার্কেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দ্রুত বিচার আইনের আওতায় একটি মামলা দায়ের করেন আব্দুল লতিফ। বিকেল নাগাদ তাকে কারাগারে পাঠানো হয়েছে।