ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
আজ ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, নারায়ণগঞ্জের খানপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিজস্ব ভবনে নতুন জোনাল অফিস উদ্বোধন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। পূর্বে রাজউক এর জোন ৮ এর অফিসটি একটি অস্থায়ী ভবনে পরিচালিত হচ্ছিল, যা এখন এই নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।
নারায়ণগঞ্জ রাজউক এর আওতাধীন গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এখানে দাপ্তরিক কাজের গতি বাড়ানোর জন্য রাজউককে ৮টি জোনে বিভক্ত করা হয়েছে। জোন ৮, যা নারায়ণগঞ্জ এবং তার সংলগ্ন এলাকা নিয়ে গঠিত, এতদিন অস্থায়ী ভবনে পরিচালিত হওয়ার কারণে নানা দাপ্তরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিল। এই নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই প্রতিবন্ধকতা দূর হয়ে কাজে গতি আসবে।
অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, "আজকের উদ্বোধন শুধু একটি ভবনের উদ্বোধন নয়, বরং নারায়ণগঞ্জের বাস্তব অবস্থা পরিদর্শনের একটি সুযোগও। আমাদের লক্ষ্য হলো, সাধারণ মানুষের কাছে রাজউক, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সেবা পৌঁছে দেওয়া।" তিনি আরও বলেন, "আমরা জনগণের পক্ষে কাজ করতে এসেছি এবং অবৈধ জমি উদ্ধার করে নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা করবো। আমাদের স্টাফরা সর্বদা প্রস্তুত আছেন নারায়ণগঞ্জবাসীর সেবা করার জন্য।"
এছাড়া, রাজউক এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ ভবন নির্মাণে কোনো ধরনের ব্যত্যয় হলে তা বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি) বলেন, "নারায়ণগঞ্জকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য একটি রিভাইজড মাস্টারপ্ল্যান প্রয়োজন এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করা জরুরি।"
উদ্বোধন শেষে, রাজউক চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তারা জোনাল অফিস সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং নকশার ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, রাজউক এর প্রধান প্রকৌশলী মোবারক হোসেন, রাজউক এর পরিচালক মনিরুল হক, জোন ৮ এর পরিচালক তানজিল্লুর রহমান, এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।