নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠান শুরু হয়।
 

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।