বাইশারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৭:৪১ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
বাইশারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ


 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের সব মালামাল ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কবির উদ্দিন আহমদ প্রকাশ কবির হুজুরের আধাপাকা বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বসতঘর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকলেও দ্রুত বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান দলিলপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়।
 

ক্ষতিগ্রস্ত কবির উদ্দিন আহমদ বলেন, “এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি। সরকার ও সমাজের সহায়তা ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন।”
 

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
 

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

উল্লেখ্য, প্রাণহানি না হলেও অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।