ফুটবল দল পাঠাতে বাফুফের চিঠি

এশিয়ান গেমস ফুটবলের ইতিহাসে বাংলাদেশ কখনো দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল কাতারকে হারিয়ে উঠেছিল দ্বিতীয় রাউন্ডে।
এশিয়ান গেমসে ইতিহাসের সেরা পারফরম্যান্স করা পুরুষ ফুটবল দলকে এবার চীনে না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
গত শনিবার (৬ মে) অনুষ্ঠিত বিওএর নির্বাহী কমিটির সভায় ফুটবলের লোকজনই আওয়াজ তোলে না পাঠানোর পক্ষে। সেখান থেকে সরে আসতে পারে বিওএ, তারা চেষ্টা করছে। নারী ও পুরুষ ফুটবল দলকে পাঠানোর জন্য চেষ্টা করছে বাফুফে। চিঠি দিয়েছে বিওএকে। এরই মধ্যে পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫