হাতিয়া উপজেলায় ১০ দলীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ   |   ১৯৯ বার পঠিত
হাতিয়া উপজেলায় ১০ দলীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আজিজুর রহমান, নোয়াখালী:


নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ১০ দলীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ এলাকায় এ প্রচারণা কার্যক্রমের সূচনা করা হয়।

প্রচারণার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের হাতিয়া উপজেলার প্রথম শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত করেন ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এবং হাতিয়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে সমর্থকদের নিয়ে বিশাল মিছিল নিয়ে হাতিয়া বাজার জিরো পয়েন্টে পৌঁছে হরণী ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক, বাংলাদেশ নাগরিক পার্টি (এনপিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও শাপলা কলি প্রতীকে ১০ দলীয় ঐক্য জোটের এমপি প্রার্থী আবদুল হান্নান মাসুদ, হরণী ইউনিয়ন পরিষদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আবদুল মন্নান, হরণী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তরিকুল মাওলা, চানন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, জনগণের ভোটে বিজয়ী হলে হাতিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা হবে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্লক স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং হাতিয়াকে একটি উন্নত উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন তারা। একই সঙ্গে ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।