ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
অদ্য ০৮ জুন ২০২৪ কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মসিক সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই সকাল ৮:০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও ০৯:০০ ঘিকায় কীট প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টর প্যরেডে প্যারেড পরিদর্শন ও কীট প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্স কতৃক বরাদ্দকৃত সরকারি বিভিন্ন মালামাল পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
মাস্টার প্যারেড শেষে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে "মাসিক কল্যাণ সভা" এবং দুপুর ০১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে "মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
আইনের আলোকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে প্রস্তুত থাকতে হবে। সকলকে সর্বোচ্চ স্তরের পেশাদারিত্বের সাথে জনগণকে সেবা প্রদান করতে হবে। আসন্ন ঈদুল আযহায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বিশেষ ব্যবস্থা নেবে।
কুড়িগ্রাম জেলা পুলিশ উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে।