ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার সাদুল্যাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সাদুল্যাপুর উপজেলার ছোট দাউতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সরেজমিনে জানা গেছে, দিনে শিক্ষাপ্রতিষ্ঠান চললেও রাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে ধান। প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়ার নির্দেশে বিদ্যালয়ের নাইটগার্ট কাম দপ্তরি সজিব মিয়ার কাছে থেকে চাবি নিয়ে স্থানীয় বিদ্যুৎ নামের এক ব্যক্তি ধান শুকাচ্ছেন। বেশ কয়েকদিন থেকে এ কাজ করছেন তিনি।
এদিকে রাতে গণমাধ্যমকর্মীদের দেখতে পেয়ে ছুটে আসেন ধান মালিক। দেখান নানা অজুহাত। ধান মালিক বিদ্যুৎ বলেন, হালকা বৃষ্টি আসার জন্য দপ্তরির কাছ থেকে চাবি নিয়ে ধানগুলো বিদ্যালয়ের ভেতরে তুলেছি।
এ ছাড়া কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিদ্যালয়ে ছুটে এসে প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া বলেন, কিছুই জানেন না তিনি। এ জন্য নাইট গার্ড কাম দপ্তরিকে দায়ী করেন।
অপরদিকে অভিযোগ করে নাইট গার্ড কাম দপ্তরি সজিব মিয়া বলেন, প্রধান শিক্ষককে জানিয়ে অন্যের ধান শুকানো হচ্ছে। আমি প্রতিবাদ করলে আমাকে ধমক দেন শিক্ষক ও ধান মালিক বিদ্যুৎ।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার বলেন, ঘটনাটি শুনেছি। প্রধান শিক্ষক ও নাইট গার্ড কাম দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে!