সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ এপ্রিল ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ   |   ১১৯ বার পঠিত
সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


 



এরই ধারাবাহিকতায়, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় কমান্ডার ১০৫ পদাতিক বিগ্রেড, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরা জেলা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১০০ ঘটিকায় উল্লিখিত বেড়ি বাঁধটির একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।