নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মে ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ   |   ৯৭ বার পঠিত
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সাইফুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাহাত (২২) নামে আরেক যুবক, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

নিহত সাইফুল ইসলাম নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত রাহাত মেথিকান্দা এলাকার রবিউল্লাহর ছেলে। জানা গেছে, তারা দুজনই উপজেলা যুবলীগের নেতা আবিদুর রহমান রুবেলের অনুসারী ছিলেন।
 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার মেথিকান্দা এলাকার সাবেক মেম্বার আব্দুল বাসেদ ভূইয়া ও যুবলীগ নেতা আবিদুর রহমান রুবেলের মধ্যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সোমবার (৫ মে) গভীর রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা রাতভর চলে। সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে সাইফুলকে প্রতিপক্ষ গুলি করার পর পা কেটে ফেলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রাহাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
 

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, "অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।"