অসম্ভব জয়: ডাইনামিক কে হারিয়ে ২য় রাউন্ডের পথে দঃ হালিশহর ফুটবল একাডেমি 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ   |   ১২৭ বার পঠিত
অসম্ভব জয়: ডাইনামিক কে হারিয়ে ২য় রাউন্ডের পথে দঃ হালিশহর ফুটবল একাডেমি 

ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-



দীর্ঘ ২০বছর পর গতকালই বাফুফের লাইসেন্স প্রাপ্তি একাডেমি দঃ হালিশহর ফুটবল টিম এমনিতেই ফুরফুরে মেজাজে রয়েছে।


দীর্ঘ প্রতীক্ষায় অবসান ঘটিয়ে বাফুফের নিবন্ধন লাভ অনেক কঠিন ও কষ্টের বিষয়ও।
অত্যন্ত কষ্ট ও ধৈর্য এবং আর্থিক ব্যয়ে রাজশাহী থেকে দুদিনের সফর শেষে মাঠে সাহস করে খেলার উৎসাহ দিতে টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা ও সাবেক ফুটবলার, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন দুপুরে উপস্থিত হন।


 

                                                                            ছবি: সেরা খেলোয়াড় কিপার হাসান।


দলনেতা সাফায়েতুল হক কে খেলার চক বুঝিয়ে দেন সহকারী কোচ মোঃ মামুন। আর প্রশিক্ষক, ফুটবলার পাপেল শুধু বলের উপর দখল রাখতে, শেষ পরামর্শ দিয়ে এম এ আজিজ স্টেডিয়ামে  শনিবার পড়ন্ত বিকেলে  জেলা দলের অভিজ্ঞ কোচ প্রিন্সের টিম ডাইনামিক একাডেমির বিপক্ষে নামান, তীব্র সাহস, মনোবল ও পরম ধৈর্য্যই মিড ফিল্ডার সাজ্জাদ আলীর পায়ের ছোঁয়ায় অসম্ভব একটি জয় উপহার নিয়ে ২য় রাউন্ডে যাওয়ার পথে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি !


সাফায়েতের কর্ণার কিকের ভাসমান বলে ওয়ান শুটে গোল চকবাজারস্থ ডাইনামিক একাডেমির জালে জড়িয়ে দেন গোলদাতা সাজ্জাদ।


তবে জয়ী দলের কিপার হাসান বেশ কয়েকটি বল ঠেকিয়ে সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেছে। তাকে পুরস্কার তুলে দেন সিডিএফএ এক কর্মকর্তা।


সত্যিই একটি খুশির সংবাদে আরো একটি জয় একাডেমির জন্য বাড়তি প্রেরণা যোগাবে।


সিডিএফএ- মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ২ ম্যাচে ১ড্র,১জয়ে মোট ৪ পয়েন্ট অর্জন করেছে। 


আগামী ৩০ এপ্রিল বিকেলে শেষ ম্যাচে একরাম ফুটবল একাডেমির সাথে খেলবে হালিশহর একাডেমি।