মনু নদীতে ভাসমান নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ০১:০৫ অপরাহ্ণ   |   ১০৪ বার পঠিত
মনু নদীতে ভাসমান নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

মৌলভীবাজার প্রতিনিধি:-

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 

পুলিশ আরও জানায়, মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে পারভীন ফাতেমা নামের একজনের পরিচয় সংযুক্ত রয়েছে, যেখানে মিয়ানমারের ঠিকানা উল্লেখ করা হয়েছে।
 

ভারত থেকে প্রবাহিত মনু নদীর সীমান্ত এলাকায় মিয়ানমারের নাগরিকের মরদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে, এই অঞ্চলে ভারতীয় সীমান্ত হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা একাধিকবার ঘটেছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছিল।