ময়মনসিংহে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে কথিত সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন মানিক (৩৮) র্যাব-১৪ এর হাতে আটক হয়েছেন।
২৮ এপ্রিল রাতে র্যাব-১৪ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানাধীন পণ্ডিতপাড়া এলাকার “লাইভ কেয়ার মেডিসিন সপ” নামক ফার্মেসিতে ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে। সংবাদদাতা হিসেবে নাম আসে কথিত সাংবাদিক বিল্লাল হোসেন মানিকের।
র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ফার্মেসির সামনের গ্লাসের রেকের মধ্যে রাখা খাবার স্যালাইনের একটি বক্সের ভেতর থেকে টিস্যু মোড়ানো পলিথিনে থাকা ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।
তদন্তের সময় ফার্মেসির মালিক মোঃ মাহদুদুল হাসান আরাফাত ইয়াবা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতার কথা জানান। আশপাশের স্থানীয় লোকজনও তাকে একজন সৎ ও নিরীহ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করেন।
এ বিষয়ে দোকান মালিক জানান, মোঃ সাদেকুর রহমান সাদেক (৪৮) নামের এক ব্যক্তি সন্দেহজনকভাবে দোকানে প্রবেশ করে স্যালাইনের বক্স নাড়াচাড়া করেছিলেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, সাদেক পাঞ্জাবি-পাজামা ও রঙিন চশমা পরিহিত অবস্থায় দোকানে প্রবেশ করে একটি স্যালাইন হাতে নিয়ে একই বক্সে ইয়াবা রেখে চলে যান।
এরপর রাত ১০টা ৫০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ওয়ারর্যাস পশ্চিমপাড়ার এক চায়ের দোকানের সামনে থেকে কথিত সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন মানিককে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পলাতক অপর অভিযুক্ত সাদেকুর রহমান সাদেককে গ্রেফতারে র্যাবের অভিযান চলমান রয়েছে।