মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জের তিন যুবককে দক্ষিণ আফ্রিকার প্রবাসে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ভারতে পাচারের অভিযোগ উঠেছে স্থানীয় দালাল জাহাঙ্গীরের বিরুদ্ধে। রোববার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের জুনাইল পক্ষিমারী এলাকায় তিন যুবকের বাড়ীতে গেলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারি হয়ে ওঠে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালে দালাল জাহাঙ্গীরের মাধ্যমে তিন যুবক—সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান (২২), জয়নাল মিয়ার ছেলে মমিন (২১) ও রেজাউল এর ছেলে শাওন (২০)—সাউথ আফ্রিকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। কিন্তু পরিবার অভিযোগ করছে, দালালরা তাদের দক্ষিণ আফ্রিকার বদলে ভারতে পাচার করেছে। বর্তমানে তারা ভারতের লখনৌ সেন্ট্রাল জেলে আটক রয়েছে।
তিন যুবকের পক্ষে অভিভাবক রেজাউল করিম মানব পাচারের অভিযোগ করে দালাল জাহাঙ্গীরসহ চার জনকে আসামী করে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা দায়ের করেছেন (মোঃকদ্দমা নং ০১)।
তিন যুবকের বাবা সোনা মিয়া, জয়নাল ও রেজাউল জানান, দালাল জাহাঙ্গীর প্রতিজনকে ৮ লাখ টাকা দিয়ে মোট ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছে। ২০২২ সালে তারা জানতে পারে, যুবকরা ভারতের লখনৌ কারাগারে আটক। এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে যোগাযোগ করা হলেও তাদের উদ্ধার সম্ভব হয়নি।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, “মাদারগঞ্জের তিন কিশোর ভারতের কারাগারে আটক। মানব পাচার রোধে জেলা ও উপজেলা কমিটি থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। দালালরা প্রলোভন দেখিয়ে শিশুদের পাচার করে, এমনকি কিডনি বা অন্যান্য অঙ্গ বিক্রির উদ্দেশ্যে।”
তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের দূতাবাসের মাধ্যমে শিশুদের দ্রুত মুক্তি এবং পরিবারে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
পরিবারের স্বজনরা সন্তানদের কষ্টে কান্নায় ভেঙে পড়েছেন। দ্রুত মুক্তির দাবিতে তাদের আহাজারি চলছে।