মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ   |   ৩৩ বার পঠিত
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
 

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবিড় হাউজিং ও জেনেভা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
 

সেনা সূত্র জানায়, অভিযানের প্রথম ধাপে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং দুটি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্প এলাকায় পুনরায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
 

সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
 

চাইলে আরও সংক্ষিপ্ত, হেডলাইন-কেন্দ্রিক বা টিভি স্ক্রিপ্ট স্টাইলেও সাজিয়ে দিতে পারি।