বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে তুরস্কের এমপির সাক্ষাৎ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ০৩:৪৯ অপরাহ্ণ   |   ৫৫৪ বার পঠিত
বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে তুরস্কের এমপির সাক্ষাৎ

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তুরস্কের ইস্তাম্বুল সফরকালে দেশটির সংসদ সদস্য দোয়ান বেকিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়ে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
 

সাক্ষাৎকালে তুর্কি এমপি দোয়ান বেকিন কায়কোবাদের উদ্দেশে বলেন, "আপনারা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারকে অপসারণ করেছেন, এবার ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজ করুন।"
 

এ সময় তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন।
 

দোয়ান বেকিন আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে।
 

তিনি আরও জানান, বিভিন্ন গণমাধ্যমে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে লাখো জনতার সংবর্ধনা দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি কায়কোবাদের নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ (মুরাদনগর) সফরেরও আগ্রহ প্রকাশ করেন।
 

এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসনীয় শাসনকাল ও খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের কথা তুলে ধরেন। একই সঙ্গে, আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে তুরস্কে অবস্থানকালে দোয়ান বেকিনের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

তিনি বলেন, "রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যখন আল্লাহর রহমতে তুরস্কে আসলাম, তখন আমার এই বন্ধু দোয়ান বেকিন আমাকে সহযোগিতা করেছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। মহান আল্লাহ তাকে দীর্ঘ হায়াত ও সম্মান দান করুন।"