বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ০১:৪১ অপরাহ্ণ ৬৪০ বার পঠিত
বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা প্রেস
(বেরোবি) বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:-


 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুক্তার এলাহী হলে গত রোববার রাতে পরিচালিত অভিযানে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যবহৃত বিভিন্ন রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালিত হয়।
 

অভিযানে তৃতীয় ও পঞ্চম তলার বিভিন্ন রুম থেকে প্লাস্টিক পাইপ, রড, চাপাতি, ছুরি, দা, রামদা বেকি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৩টি প্লাস্টিক পাইপ, ৫৮টি রড ও অ্যাঙ্গেল, ১০টি ক্রিকেটের স্ট্যাম্প, ১টি চাপাতি, ১টি চাইনিজ চাকু, ১টি মদের বোতল এবং ২৪টি রামদা।
 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ এই অস্ত্রগুলো হলে মজুত করে রেখেছিল। তারা দাবি করেছেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি।
 

হলটির প্রাধ্যক্ষ মো. কামরুজ্জামান জানিয়েছেন, হলে অবৈধ ছাত্রদের বের করে দেওয়া এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য এরইমধ্যে নোটিশ দেওয়া হয়েছিল। এই অভিযানের মাধ্যমে হলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।