টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন।

প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৪ অপরাহ্ণ ০ বার পঠিত
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন।

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে সিএনজি চালক সোহরাব হোসেন (৫৫) এবং যাত্রী প্রদীপ পাল (৪০) রয়েছেন। সোহরাব হোসেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাথালিয়া এলাকার বাসিন্দা, আর প্রদীপ পাল সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে।
 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথে আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
 

স্থানীয়রা সিএনজির চালক ও যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকরা সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, কিন্তু ঢাকা যাওয়ার পথে তিনি মারা যান।
 

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি উদ্ধার করেন। নিহতদের মধ্যে সিএনজি চালকের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রদীপ পালের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।