বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: ত্রাণ উপদেষ্টা

প্রকাশকালঃ ২২ আগu ২০২৪ ০৭:২৮ অপরাহ্ণ ৬১৩ বার পঠিত
বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: ত্রাণ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে, সেগুলো নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

উপদেষ্টা আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।
 

নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশনা

এদিকে, বন্যা কবলিত ফেনী, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি জানান, বন্যার কারণে অনেক এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।