এসএসসির গণিত পরীক্ষা ভালো না হওয়ায় চাঁদপুরে কেন্দ্র ভাঙচুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ   |   ১১৬ বার পঠিত
এসএসসির গণিত পরীক্ষা ভালো না হওয়ায় চাঁদপুরে কেন্দ্র ভাঙচুর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে খারাপ ফলের আশঙ্কায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (আজ) দুপুরে পরীক্ষা শেষে উত্তেজিত পরীক্ষার্থীরা জানালার কাঁচ ও বেঞ্চ ভাঙচুর করে।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিদিনের মতো সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে এবং এক পর্যায়ে কেন্দ্রের জানালার কাঁচ ভাঙচুর করে।
 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
 

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার জানান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। ভাঙচুরকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে।