নারিকেল তলাস্থ মফিজ উল্লাহ সুকানী বাড়িতে অগ্নিকান্ডে পুড়েছে ৫ টি বসত ঘর: আহত ৩ জন...!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ   |   ২৭ বার পঠিত
নারিকেল তলাস্থ মফিজ উল্লাহ সুকানী বাড়িতে অগ্নিকান্ডে পুড়েছে ৫ টি বসত ঘর: আহত ৩ জন...!

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-



নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ( নারিকেল তলাস্থ) মফিজ উল্লাহ সুকানীর বাড়িতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময়‌ অগ্নিকান্ডের দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


বাড়ির নিকট প্রতিবেশী হায়দার আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ঘটনার ১৫/২০ মিনিটের মধ্যেই নিকটস্থ কেইপিজেড ও সিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয় জনতা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আইনে।

 

এতে হায়দার আলী সহ ৩ জন লোক আহত হয়েছেন বলে ভুক্তভোগীদের এক যুবক আমির হোসেন প্রতিবেদক কে জানায়। দূর্ঘটনায় আহত হায়দার আলীর ডান হাতে ১১ টি সেলাই করা হয়।


৫টি বসত ঘরে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে মোঃ ফারুক, আমির হোসেন, আনোয়ার হোসেন সহ আরো দুই জন বাসিন্দাদের ঘরে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।