বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শহরটিতে বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ বসবাস করছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে ২০৫০ সালের মধ্যে ঢাকা শীর্ষস্থান দখল করবে। একই প্রতিবেদনে দেখা গেছে, শীর্ষ ১০টি মেগাসিটির মধ্যে ৯টির অবস্থানই এশিয়ায়।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (UN DESA) ‘World Urbanization Prospects ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ঢাকা ছিল তালিকার ৯ নম্বরে। ২০৫০ সালের মধ্যে শহরটির জনসংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে যাবে। রাজধানীর কেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোকে এই দ্রুত বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।
জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষে থাকা জাকার্তায় বর্তমানে প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করছে। উল্লেখযোগ্য, ২০১৮ সালের জরিপে এই শহরের অবস্থান ছিল কেবল ৩০তম, তখন জনসংখ্যা ছিল মাত্র এক কোটি ২০ লাখ।
তালিকায় বরাবরের মতো চীন ও ভারতের কয়েকটি মেগাসিটি দেখা গেছে। ৩ কোটির বেশি জনসংখ্যার সঙ্গে নয়াদিল্লি রয়েছে চতুর্থ স্থানে। ২ কোটি ২৫ লাখ মানুষের কলকাতা অবস্থান করছে ৯ নম্বরে। চীনের সাংহাই ও গুয়াংজু শহরের অবস্থান যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ স্থানে, উভয়ের জনসংখ্যাই প্রায় তিন কোটি।
অন্যদিকে, জাপানের রাজধানী টোকিও শীর্ষস্থান থেকে নেমে তৃতীয় স্থানে রয়েছে, যেখানে বর্তমানে ৩ কোটি ৩৪ লাখ মানুষ বসবাস করছে। বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত, যার মধ্যে ৯টি শীর্ষ দশে। এশিয়ার বাইরে একমাত্র শহর শীর্ষ দশে থাকা মিশরের কায়রো।