পাবনায় যুবক হত্যাকাণ্ড: লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার

প্রকাশকালঃ ১০ অক্টোবর ২০২৪ ০৯:১২ অপরাহ্ণ ৪৭২ বার পঠিত
পাবনায় যুবক হত্যাকাণ্ড: লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
পাবনা প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদীতে এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা হতবাক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নয়ন স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর ছেলে এবং পেশায় ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। তিনি জয়নগর শিমুলতলা বাজারে টিভি-ফ্যান মেরামতের দোকান চালাতেন। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ১২টার পর থেকে নয়ন বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে চিন্তিত হয়ে তারা সারারাত খোঁজাখুঁজি করে। পরদিন সকালে পাশের লিচু বাগানে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চাকু দিয়ে খুঁচিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। খুনির সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।