চীনের বিমানবাহিনীর জন্য যুগান্তকারী প্রযুক্তি!

প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ ২৬৮ বার পঠিত
চীনের বিমানবাহিনীর জন্য যুগান্তকারী প্রযুক্তি!

চীনা বিজ্ঞানী ও প্রকৌশলীরা সামরিক বিমানের জন্য প্লাজমা স্টিলথ ডিভাইস তৈরি করেছেন। এই ডিভাইসটি প্রায় যেকোনো বিমানকে রাডারে অদৃশ্য করে দিতে পারে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। 
 

দেশটির স্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুরনো সংস্করণের বিপরীতে এই নতুন প্রযুক্তি রাডার স্ক্রিন থেকে লুকানোর জন্য রাডার গম্বুজ বা ককপিটের মতো বিমানের নির্দিষ্ট অংশগুলোকে লক্ষ্য করতে পারে। এটিকে ‘ক্লোজড ইলেক্ট্রন বিম প্লাজমা স্টিলথ ডিভাইস’ বলা হয়।চীনের জে-১০সি, জে-১৬ জেট বিমানে এই প্রযুক্তি লাগানোর ফলে এগুলো কার্যত ‘অদৃশ্য’ হয়ে যাবে। শত্রুদেশের রাডার এদের নাগাল পাবে না। বিজ্ঞানীদের দাবি, তারা এই দুঃসাধ্য সাধন করেছেন। প্লাজমা বেসড এই ডিভাইস যে কোনও যুদ্ধবিমানকে ম্যাজিকের মতো অদৃশ্য করে দিতে সক্ষম। বিমানের বাইরের অংশে এর প্রলেপ দিলে কোনও রাডার এর গতিবিধি ধরতে পারবে না।

 

ভারতীয়ে এক সংবাদমাধ্যম জানিয়েছে, শুধু ভারত কেন, আমেরিকা থেকেও কয়েক গুণ এগিয়ে চীনের এই কৌশল। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে প্লাজমা স্টেল্থ ডিভাইস। বর্তমান যুদ্ধকৌশলে বিশেষ ধরনের রাডার-প্রতিরোধক ডিজাইনের ফলে জেট বিমান অনেক সময় রাডারের নাগাল এড়াতে পারে। কিন্তু, চীনের দাবিমতো এই প্রযুক্তিতে গোটা বিমানই শত্রুর রাডার থেকে উধাও হয়ে যাবে। রাডারে ধরা না পড়লে এটিকে ঠেকানোও অসাধ্য হয়ে যাবে।