এখনও খেলছেন মুশফিক-মাহমুদউল্লাহ, অবাক দীনেশ কার্তিক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২১ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
এখনও খেলছেন মুশফিক-মাহমুদউল্লাহ, অবাক দীনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক:-

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগের আসরে সেমিফাইনালে খেললেও এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে টাইগারদের। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের পর নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে শেষ হয়ে যায় তাদের অভিযান। দলের এই ব্যর্থতার পেছনে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের বাজে পারফরম্যান্সকে দায়ী করেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক।
 

"আমি অবাক হয়েছি, তারা এখনও খেলছে"

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক টকশোতে কার্তিক বলেন, "আমি ভেবেছিলাম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই মুশফিক ও মাহমুদউল্লাহ অবসর নেবে। কিন্তু তারা এখনও জাতীয় দলে রয়েছে, যা আমাকে অবাক করেছে। তারা ১৬-১৭ বছর ধরে খেলছে, কিন্তু দেশের জন্য কোনো বড় শিরোপা জিততে পারেনি।"
 

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটে নতুনদের সুযোগ না পাওয়াটাও দুঃখজনক। "সিনিয়রদের দীর্ঘদিন ধরে খেলিয়ে তরুণদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। যদি বারবার ব্যর্থ খেলোয়াড়দেরই সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের মনোবল ভেঙে যাবে," মন্তব্য করেন কার্তিক।
 

বিসিবির নীতিতেও অসন্তুষ্ট কার্তিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিরও কঠোর সমালোচনা করেছেন দীনেশ কার্তিক। বিশেষ করে দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেট তৈরি করে সাফল্য পাওয়ার প্রবণতাকে কাঠগড়ায় তুলেছেন তিনি। "বাংলাদেশ নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন সহায়ক উইকেট বানিয়ে জেতার চেষ্টা করে। কিন্তু বিদেশে গেলেই ধসে পড়ে।"
 

বিসিবির আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ভারতের পর বাংলাদেশই একমাত্র বোর্ড, যারা ঋণমুক্ত। তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই, তবুও আন্তর্জাতিক সাফল্য আসছে না। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।"
 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক-মাহমুদউল্লাহর ব্যর্থতা

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইনজুরির কারণে মাহমুদউল্লাহ খেলতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরলেও ব্যর্থ হন, ১৪ বলে মাত্র ৪ রান করে আউট হন। অন্যদিকে, মুশফিক প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলে দ্বিতীয় ম্যাচে করেন মাত্র ২ রান। সর্বশেষ তিন ওয়ানডেতে তার সংগ্রহ মাত্র ৩ রান, যা দলের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।