‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে যা বললেন ফারুকী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৭:২৮ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক:-

 

শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশা নানা সমালোচনার সম্মুখীন হন।
 

এবার, ‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুলেছেন তার স্বামী, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে ফারুকী বলেন, “প্রত্যেকেই তার পেশাদারী জীবনের ব্যাপারে স্বাধীন। আপনি কি মনে করেন যে, আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে স্ত্রী তার পেশাদারী সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার পেশাদারী সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনুমতি নেব? আমি এমনটা মনে করি না। এটা তার পেশা। সে সিদ্ধান্ত নিয়েছে, এবং সে নিজেই জানাতে পারবে কেন এবং কোন পরিস্থিতিতে তাকে এটি করতে হয়েছিল। এটা তার পেশা, এতে আমার কোনও ভুল দেখা যাচ্ছে না।”
 

উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়, এবং এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।