কুমিল্লায় সহিংসতা: এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০৬:৩১ অপরাহ্ণ ৪৯০ বার পঠিত
কুমিল্লায় সহিংসতা: এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি 


কুমিল্লার চান্দিনায় শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিস্থিতি হিংসাত্মক রূপ ধারণ করে। আন্দোলনকারীরা চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরীর গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। সহকারী কমিশনার এবং তার চালক গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করতে সক্ষম হন। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, এই হামলার সঙ্গে জড়িত কেউ শিক্ষার্থী নয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে চান্দিনা ও দেবিদ্বারের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা সড়ক অবরোধ করে। পরবর্তীতে বিএনপি ও জামায়াতের কিছু অস্ত্রধারীও আন্দোলনে যোগ দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে সহকারী কমিশনার ঘটনাস্থলে যান। সেখানে আন্দোলনকারীরা তার গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।
 

এই ঘটনায় মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। কয়েকশ যানবাহন আটকে পড়ে।
 

সহকারী কমিশনার সৌম্য চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি ঘটনাস্থলে যাওয়ার পরই এই হামলা হয়।