লালমনিরহাটের পাটগ্রামে সানিয়াজান নদীর পাড়ে মাটি কাটার সময় একটি পরিত্যক্ত গ্রেনেড খুঁজে পান লেবু মিয়া (৪৫) নামের এক কৃষক। প্রাথমিকভাবে সেটিকে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে আসেন তিনি। প্রায় এক মাস গ্রেনেডটি গোপনে রেখে তা ভাঙার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।
লেবু মিয়া পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকার বাসিন্দা এবং মোফাজ উদ্দিনের ছেলে।
সোমবার (২ ডিসেম্বর) পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, এক মাস পর গ্রেনেডটি বিপজ্জনক হতে পারে বুঝতে পেরে লেবু মিয়া স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পে বিষয়টি জানান। বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানাকে অবহিত করলে পুলিশ এসে গ্রেনেডটি উদ্ধার করে।
গ্রেনেডটির ওজন আনুমানিক ৫০০ গ্রাম। ওসি আশরাফুজ্জামান জানান, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার গ্রেনেড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরকটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিশেষ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে এ ধরনের বিপজ্জনক বস্তু পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছেন।