ঢাকা প্রেস নিউজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি, বাবুল কাজী, গ্যাস লাইটার থেকে বিস্ফোরণের কারণে দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শনিবার ভোর ৫টার দিকে বনানীর তার বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণ ঘটায়। এতে তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালীও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
কাজী নজরুল ইসলাম, যিনি ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের ঘরে চার ছেলে সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ এবং দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুল ছোট বয়সেই মারা যান। অন্য দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ দুজনেই দীর্ঘায়ু পাননি।
আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে বাবুল কাজী, যিনি তিন সন্তানের মধ্যে সবার ছোট, বর্তমানে ৫৯ বছর বয়সী। তার দুই বড় বোন, খিলখিল কাজী ও মিষ্টি কাজী, সবাই বাংলাদেশি নাগরিক।