ঢাকা প্রেস নিউজ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংঘাত-সংঘর্ষের incidents বেড়ে যাওয়ায় জরুরি সভা আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন সংগঠনের মুখ্য নেতৃবৃন্দ, আবদুল হান্নান মাসউদ।
স্ট্যাটাসে তিনি জানান, "দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমাদের বিশ্বাস, বর্তমানে এই সংঘর্ষগুলো ২৪ সালের গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।"
এছাড়া, ছাত্রসমাজের ঐক্যমত্যের মাধ্যমে চলমান দ্বন্দ্ব নিরসন সম্ভব বলে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই মাসের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং ফ্যাসিবাদবিরোধী ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে জরুরি আলোচনা আহ্বান করেছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে, দুপুর ৩টায় সংগঠনের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।