আজ থেকেই র‌্যাব, পুলিশ ও এন্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান শুরু: আইজিপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৩ অপরাহ্ণ   |   ১৩৪ বার পঠিত
আজ থেকেই র‌্যাব, পুলিশ ও এন্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান শুরু: আইজিপি

ঢাকা প্রেস নিউজ:-

 

ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
 

সোমবার সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। কর্মশালাটি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার, পরিবেশ ও আইন প্রয়োগের গুরুত্ব নিয়ে আয়োজিত হয়।
 

আইজিপি বলেন, ‘সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, দিন-রাত নির্বিশেষে অপরাধীরা সক্রিয়। ছিনতাই প্রতিরোধে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করবে, যা আজ সোমবার থেকেই কার্যকর হবে। এই উদ্যোগে ইতিবাচক পরিবর্তন আসে কি না, তা পর্যবেক্ষণ করব। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
 

তিনি আরও বলেন, ‘যৌথ বাহিনীতে সাধারণত একটি শক্তিশালী কম্পোনেন্ট থাকে। পুলিশের এত বড় পৃথক কম্পোনেন্ট নেই, তবে যৌথ বাহিনী একটি সম্মিলিত দল হিসেবে কাজ করবে।’
 

আইজিপি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথা উল্লেখ করে বলেন, ‘এটি মূলত সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত একটি বিশেষ অভিযান। এটি আমরা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করেছি এবং ইতোমধ্যে বড় সন্ত্রাসী ও চোরাচালানকারীরা ধরা পড়ছে।’
 

তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী চায় না যে বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’