অ্যালোভেরার উপকারিতা ও সতর্কতা

প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ণ ১৮৪ বার পঠিত
অ্যালোভেরার উপকারিতা ও সতর্কতা

অল্প একটু যত্ন পেলে ঘরেই ভালো থাকে অ্যালোভেরা গাছ। আর কে না জানে অ্যালোভেরার গুণের কথা। ওজন কমানো কিংবা ত্বক, চুল ভালো রাখতে চাইলে অ্যালোভেরাই যথেষ্ট। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, কোলিন, বি ওয়ান, বি টু, বি থ্রি এবং বি সিক্সসহ নানা উপাদান।


এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, সেলেনিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজসহ প্রায় ২০ ধরনের খনিজ পদার্থ। কিন্তু অ্যালোভেরার সঠিক ব্যবহার না জানলে এটি ত্বকের ক্ষতির কারণ হতে পারে- 


অ্যালোভেরা ত্বক ও চুলের জন্য বেশ ভালো উপাদান। তবে অ্যালোভেরার বহু বিষাক্ত প্রজাতিও রয়েছে। যা ব্যবহার করলে বা খেলে ত্বক এবং পেট উভয়েরই ক্ষতি করে। তাই ব্যবহারের আগে সতর্ক হয়ে নিন। 

 

একইসঙ্গে এক গ্রামের বেশি অ্যালোভেরা সেবন করলে কিডনি বিকল হতে পারে। এতে ল্যাটেক্স থাকে যা ডায়রিয়া বা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া কখনই সরাসরি মুখে অ্যালোভেরা লাগানো উচিত নয়। এর হলুদ অংশ মুছে মুখে লাগাতে হবে। এতে থাকা হলুদ পদার্থ ক্ষতিকর। এটি খেলে পেটে ব্যথা শুরু হয়।