চার মাস পর পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে আবারও চালু হলো স্পিডবোট সার্ভিস।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৭:২৭ অপরাহ্ণ   |   ৬০৩ বার পঠিত
চার মাস পর পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে আবারও চালু হলো স্পিডবোট সার্ভিস।

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-

 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কাজিরহাট ঘাটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সীমিত আকারে এ সার্ভিসের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ’র পোর্ট বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
 

তিনি জানান, গত ৫ আগস্টের বিপ্লবের পর এই নৌরুটের স্পিডবোট মালিকরা হঠাৎ করে নিখোঁজ হন। ফলে টানা চার মাস এই রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকে, যা দুই পাড়ের যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিআইডব্লিউটিএ দ্রুত পদক্ষেপ নেয়। নিখোঁজ মালিকদের রুট পারমিট বাতিল করে নতুন মালিকদের কাছ থেকে রুট পারমিটের জন্য আবেদন চাওয়া হয়। যাচাই-বাছাইয়ের পর প্রথম ধাপে কাজীরহাট ঘাটের ৪৩টি ও আরিচা ঘাটের ১১টি স্পিডবোট চলাচলের অনুমতি দেওয়া হয়। এছাড়া আরও ৫০টি স্পিডবোটের জন্য আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
 

নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ নদীবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, স্পিডবোট মালিক সমিতির সঙ্গে একাধিকবার বৈঠক করেও সার্ভিস চালু করা সম্ভব হয়নি। তবে সব নিয়ম মেনে ও নতুন অনুমোদন নিয়ে স্পিডবোট সার্ভিস পুনরায় চালু করা সম্ভব হয়েছে। আগের সব রুট পারমিট বাতিল করা হয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরিচা বন্দর পোর্ট অফিসার মামুনুর রশিদ, নগরবাড়ী নদীবন্দর পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল, আরিচা ঘাটের স্পিডবোট মালিক ভজন দাস, নাসির উদ্দিন এবং কাজিরহাট ঘাটের স্পিডবোট মালিক রইচ উদ্দিন, ফেরদৌস কবির ও সমেজ হোসেনসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।