ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের নয়াচরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির মিয়া ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে মাছ ধরার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। সঙ্গী জেলেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলেও ভৈরব উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনির মিয়া রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। নৌ-পুলিশ ঘটনার তদন্ত করছে।
রায়পুরা থানার ওসি মো. আব্দুল জাব্বার বলেন, “ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে মাছ ধরা খুবই ঝুঁকিপূর্ণ। এভাবে মাছ ধরতে গিয়ে অনেকের প্রাণ যায়। আমরা সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই।”