ঢাকা প্রেস নিউজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা কখনো রেহাই পাবে না।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন।
আক্তার হোসেন বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, টিআইবিসহ অন্যান্য সংস্থার ভাষ্যমতে এবং গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয়টি বারবার আলোচিত হয়েছে। এ অবস্থায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, যদি আমলাতন্ত্রের কোন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনের কাছে আসে বা নজরে আসে, তবে সে বিষয়ে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি প্রাধান্য বা আনুকূল্য প্রদানের সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে এই বার্তা দিতে চায়।