বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাটের সিডিউল নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ২৮ শে মে সকাল থেকে উপজেলায় হাটের সিডিউল নিতে আসে সকল নেতাকর্মী সহ, সাংবাদিক বৃন্দরা। তাই সকাল থেকেই উপজেলা প্রাঙ্গনে রয়েছে মানুষের উপচে পড়া ভীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফতুল্লা মডেল থানার ওসি সহ তাদের সর্গিয় ফোর্স।প্রতি বছরের ন্যায়, এবারের দেখা গেয়েছে ভিন্ন চিত্র। যারাই সিডিউল কিনতে আসছে সকলের সিডিউল নিজ দায়িত্বে চেইক করছে সোহেল নামের একজন বিএনপির কর্মী দাবি করা ব্যক্তি, তবে তাকে আওয়ামিলীগের সময়ও শামীম উসমান সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথেও দেখা গিয়েছে অধিক বার। সিডিউল না দেখতে দিলেই সোহেল সহ তার সাথের লোকজন করছে হট্টগোল। অনেকের গায়ে হাত তুলারও অভিযোগ রয়েছে,উপজেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সোহেল সহ তার সহযোগীরা।
গোগনগর ১নং ওয়ার্ডের বাসিন্দা মো: মনির হোসেন নামের একজনকে মারধর করে সে বর্তমানের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল(ভিক্টোরিয়ায়) চিকিৎসাধিন রয়েছে এ বিষয়ে মনির বলেন আমাকে সোহেল বাহিনীর লোক হঠাৎ পুলিশের গাড়ির সামনে আক্রমণ করে, কিছু বুঝে উঠার আগেই আমারে এলোপাতাড়ি মারতে থাকে। কিল ঘুষি খেয়ে আমি মাটিতে লুটিয়ে পরলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য ভিক্টোরিয়ায় পাঠানো হয়।
জানাযায়,মোঃ সোহেল ইসদাইরের একটি মারামারির মামলায় গত ২৬ শে মে তাকে ফতুল্লা মডেল থানার পুলিশ আদালতে পেরন করেন।এছাড়া প্রতি বছরই গোগনগর হাটের সিউিউল নিয়েই এমন হট্টগোল করে এই সোহেল এবং তার সন্ত্রাসী বাহিনী ।