আগাম জামিনের মেয়াদ বাড়ল চার মামলায় ইমরান খানের

প্রকাশকালঃ ০৩ জুন ২০২৩ ০৪:৪৪ অপরাহ্ণ ১২৭ বার পঠিত
আগাম জামিনের মেয়াদ বাড়ল চার মামলায় ইমরান খানের

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একটি সন্ত্রাসবিরোধী আদালত ও লাহোর হাইকোর্ট চার মামলায় তাকে এ জামিন দেওয়া হয়েছে।

শুনানির সময় বিচারক ইজাজ আহমদ বুত্তার বলেন, পুলিশি তদন্তে তার (ইমরানের) অংশ না নেওয়ার কারণ সম্পর্কে আদালতকে জানানো হয়েছে। তবে বিচারপতি ইমরানকে স্মরণ করিয়ে দেন যে কোনোভাবেই হোক তাকে তদন্তে অংশ নিতে হবে। তবে ইমরান জানান, তিনি এখনো প্রাণনাশের হুমকিতে আছেন।


ইমরান খানের আইনজীবী সালমান সফদার বলেছেন, তার মক্কেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদে অংশ নেবে এবং সরকার গঠিত যৌথ তদন্ত দলের সামনে ইমরান খান হাজির হবেন।


শুনানি শেষে জিন্নাহ হাউস, আসকারি টাওয়ার ও শাদমান পুলিশ স্টেশনে হামলার ঘটনায় করা মামলায় ইমরানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানোর আদেশ দেন বিচারপতি।

২ জুন প্রথমে একটি সন্ত্রাসবিরোধী আদালতে ইমরানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে শুনানি হয়। তিন মামলায় তার জামিনের মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হয়।