বাকলিয়ায় সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি যাওয়ার ৭ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ...!!!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৫ ০২:২৮ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
বাকলিয়ায় সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি যাওয়ার ৭ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ...!!!

হোসেন বাবলা (চট্টগ্রাম ):-



নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে চুরি যাওয়া সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার কালুর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাই, চুরি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে। গত মঙ্গলবার (৮ জুলাই) রাতে বাকলিয়া থানাধীন বাস্তুহারা কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ধৃত কালু বাঁশখালী উপজেলার জলদি ইউপি এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি তুলাতলি এলাকায় বসবাস করেন।
 

জানা গেছে, স্বপ্না রানী ধর গত মঙ্গলবার তার ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে নগরীর পাঁচলাইশে যাওয়ার জন্য আনোয়ারা থেকে সিএনজি অটোরিক্সায় উঠেন। বিকাল ৫টায় তিনি শাহ আমানত ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বরের ট্রাফিক বক্সের সামনে নামেন। নেমে হাতে থাকা কাপড়ের ব্যাগটি পাশে রেখে তিনি ফোনে কথা বলতে থাকেন। কথা শেষে তিনি দেখতে পান- তার পাশে রাখা ব্যাগটি নেই। ব্যাগের ভেতর সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। তিনি দিশেহারা হয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
 

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত ব্রিজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহযোগিতায় ৭ ঘণ্টার মধ্যে বাকলিয়ার বাস্তুহারা কলোনি এলাকা থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসা থেকে বাদির চুরি যাওয়া সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন এ সময় তার কাছ থেকে সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও বিয়ের শাড়ি ও মোবাইল ফোনসহ মোট ১২ লাখ ৩২ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।