মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, দেশজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, দেশজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাব

দেশজুড়ে প্রচণ্ড শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত শৈত্যপ্রবাহের মধ্যে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
 

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তরবঙ্গের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের প্রায় ৪১টি জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
 

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই প্রচণ্ড ঠাণ্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে মঙ্গলবার থেকে শীতের প্রকোপ আরও বেড়েছে। দিনের বেলায়ও শীতের তীব্রতা কমছে না।
 

বেলা বাড়লেও ঠাণ্ডা না কমায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন, তাদের হিমেল হাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পাশাপাশি শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
 

এদিকে রাজধানী ঢাকায়ও শীতের তীব্রতা বেড়েছে। আজ ঢাকার তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। অনেক এলাকায় কুয়াশা না থাকলেও ঠাণ্ডার অনুভূতি বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে, ফলে শীতের তীব্রতা আরও বাড়ছে।