মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় বাদী মোছাঃ রোকিয়া বেগম (৩৭), স্বামী-মোঃ শাহ পরাণ, পিতা- আবেদ আলী, সাং- পূর্ব পাণ্ডলী, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহ জানান যে,গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় বাদীর বৃদ্ধ পিতা আবেদ আলী (৭০) ওয়াজ মাহফিল শোনার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু ওয়াজ মাহফিল শেষে বাড়ি না ফিরলে বাদীর বৃদ্ধা মাতা আশেপাশে অনেক খোঁজাখুজি করে। পরের দিন ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৭:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম পাণ্ডলী সাকিনস্থ জনৈক আনোয়ার এর ফিসারীর পুকুরে বৃদ্ধ আবেদ আলী (৭০) এর মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারাকান্দা থানা পুলিশকে সংবাদ দেয়।বাদীসহ তার পরিবারের লোকজন স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া বেগম (৩৭) বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-২৪/০২/২০২৫ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০২ এপ্রিল ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকায় ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আবেদ আলী (৭০) ক্লুলেস হত্যা মামলার আসামি আব্দুল জব্বার (৬০), পিতা-শামছ উদ্দিন, সাং-চাকির কান্দা, থানা-ফুলপুর, বর্তমান সাং- চাকির কান্দা বালিখা, থানা-তারাকান্দা জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৩ মার্চ ২০২৫ খ্রি. সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক বৃদ্ধ আবেদ আলী হত্যা মামলার অপর এক আসামীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।