ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎ করানোর সময় দুই কারারক্ষী ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এবং কারারক্ষী রহিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ, বুধবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিডিওটিতে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে একটি বন্দির স্বজনের সঙ্গে কথা বলছেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল রহিমের সঙ্গে আলোচনা করে সাক্ষাৎ আয়োজনের জন্য ৪০০ টাকা গ্রহণ করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কারারক্ষীকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা নিশ্চিত করেন। তিনি জানান, "ভিডিওটি আমাদের নজরে এসেছে এবং আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"