ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকা থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে পরিচালিত এক অভিযানে এই ব্যক্তিদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।
উদ্ধার হওয়া এক রোহিঙ্গা নারী খুরশিদা বেগম জানিয়েছেন, তারা টেকনাফ থেকে একটি ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মিয়ানমার নৌবাহিনীর বাধার কারণে ট্রলারটি বাংলাদেশের উপকূলে ফিরিয়ে আনা হয়। তারা প্রায় ১০ দিন সমুদ্রে আটকে ছিল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সকল রোহিঙ্গাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।