টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার; আটক ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার; আটক ২

আবদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করা হয়েছে।
 

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) ভোর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটকরা হলেন—জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ।
 

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষায়িত আভিযানিক দল জুনায়েদ ওরফে মুন্নার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাকে এবং তার সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী উক্ত বাড়ি ও একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালানো হয়।
 

তল্লাশিতে ৬ কোটি টাকা মূল্যের ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকিটকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রোহিঙ্গা চক্রের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে এসব মাদক, অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রাখা হয়েছিল।
 

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও দায়িত্বপ্রাপ্ত ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।