রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে, বুধবার (১৪ জুন) রাতে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন। জানা গেছে, মোহাম্মদ এ আরাফাত ছাড়াও গণতান্ত্রিক পার্টির অশোক ধর, রওশনপন্থি জাতীয় পার্টির মামুনুর রশিদ,
জাকের পার্টির রাশেদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।