আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৭ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:-

 

আজ শুক্রবার, করাচিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে তাদের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৪৬ রান।
 

দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু করেছে আফগান বোলারদের মোকাবেলা করে, তবে তারা খেলা শুরু করেছে একটু সাবধানে। চোটের কারণে আজকের ম্যাচে হেনরিখ ক্লাসেন খেলছেন না। প্রোটিয়ারা আজ মাঠে নেমেছে চার পেসার ও এক স্পিনারের সমন্বয়ে।
 

আফগানিস্তান তাদের একাদশে রেখেছে তিন স্পিনার এবং তিন পেসার। গত বছর শারজায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারেছিল প্রোটিয়ারা, এবং সেই হারের ক্ষত এখনও শুকায়নি। আজকের ম্যাচে তারা সেই সিরিজ হারের প্রতিশোধ নিতে চাইবে।